ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

পাকিস্তানকে হারালো মেয়েরা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ৮ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:৩৭, ৯ অক্টোবর ২০১৮

পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে শোচনীয়ভাবে হারে বাংলাদেশ।     

আজ সোমবার কক্সবাজারে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ছয় উইকেট নিয়ে অফস্পিনার খাদিজাতুল কুবরাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানকে।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক জাভেরিয়া খান। আগে ব্যাট করে ৩৪ ওভার ৫ বলে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাবে ২৯ ওভারে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

পাকিস্তানের শুরুটা ছিল বেশ ধীর-স্থিরে। ১২ ওভারে ৩৮ রান আসে বিনা উইকেটে। শুরুতে লতা মণ্ডলের আঘাতে মুনিবা আলী বিদায় নিলে নিয়মিত বিরতিতে আঘাত হানেন খাদিজা। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৯ রান আসে অধিনায়ক জাভেরিয়া খানের ব্যাট থেকে। তাঁকে ফিরিয়েছেন খাদিজাতুল কুবরা। খাদিজার স্পিনেই মাথা তুলে দাঁড়াতে পারেনি কেউ। পাকিস্তানের অধিনায়ক জাভেরিয়ার পাশাপাশি ওপেনার আয়েশা জাফর, মুনিবা আলীই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন।

খাদিজাতুল কুবরা ৯ ওভার ৫ বলে ২০ রান দিয়ে ছয় উইকেট নেন। দুটি নেন রুমানা আহমেদ। পেসার জাহানারা ও লতা নেন একটি করে উইকেট। সানা মীরের বলে এলবিডব্লিউ হন তিনি। ছয় রানে শারমিনও ফিরে গেলে টি-টোয়েন্টির বাজে অভিজ্ঞতা ফিরে আসছিল।

প্রতিকূল পরিস্থিতি পুরোটা সামাল দেন ফারজানা হক ও অধিনায়ক রুমানা হক। ব্যক্তিগত ৪৮ রানের মাথায় সানা মীরের বলেই এলবিডব্লিউ হন ফারজানা। রুমানাকে ফেরান দিয়ানা বেগ। রুমানা আউট হন ব্যক্তিগত ৩৪ রানে। খেলার শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন লতা মণ্ডল ও ফাহিমা। জয় নিয়েই তারা মাঠ ছাড়েন।   

 

এসি

   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি